দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই

Saturday, June 30, 2018

‘খেলনা পুতুল ভাববেন না, ছাত্রশক্তির সঙ্গে কোনো শাসকের পেরে ওঠার ইতিহাস পৃথিবীতে নেই’






সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে ফের আন্দোলনে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে এই আন্দোলনের নেতৃত্বে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন আগামী শনিবার সংবাদ সম্মেলন করে কর্মসূচি দেয়ার কথা জানিয়েছেন।
আর সংগঠনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান ফেসবুক লাইভে এসে তাদের অবস্থান তুলে ধরেছেন। বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আরেকটি ১৮ এপ্রিল তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। এজন্য ঢাকার সব বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের দ্রুত হলে ফেরার আহ্বান জানি

ঐক্যের ডাক

ভুলে যাও যত দ্বন্দ কোন্দল আর শোক
শক্তহাতে প্রতিহত করো অপশক্তির ঝোঁক,
এসো আজ শপথ করি ভেঙ্গে ফেলার তোক
রক্তের বিনিময়েও যেন; স্বৈরাচার মুক্ত হোক।
- বিপ্লবী এম. বোরহান উদ্দিন রতন

Tuesday, June 12, 2018

বিপ্লবই একমাত্র মুক্তির পথ

 বিপ্লবই একমাত্র মুক্তির পথ

শহীদ জিয়া দেখিয়ে গিয়েছিল কিভাকে বিপ্লব করতে হয়,  মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই নিজ হাতে রাইফেল কাঁধে নিয়ে রানাঙ্গনে যুক্ত করে দেশ স্বাধীন করেছে, মহান নেতার বজ্র কন্ঠেই ধ্বনিত হলো গৌরবগাঁধা স্বাধীনতার ঘোষণা, তারপর তলাবিহীন ঝুড়ির মত কম্বলচোরের জাতিকে আলোর পথ দেখিছিয়েন কৃষি ও শিল্প বিপ্লবের মাধ্যমে, এবং প্রবাসে ১ম শ্রমিক পাঠন এই মহান নেতা, ১৯৭৫ মুজিবের বাকশাল গঠনের একদলীয় বাকশাল কায়েম হয় তারপর শেখ মুজিবের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটে সেখানে স্বপরিবারে নিহত হয় মুজিব তারপর জাতীয় চার নেতাকে বন্ধী করার পর দেশ নেতৃত্ব শূণ্য হয়ে পড়ে, সেখান থেকে ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরান মাটি ও মানুষের অবিসংবাদিত নেতা শহীদ জিয়া আজ তারেই হাতে গড়া দেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ দলকে বাকশাল কন্যা রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে শেষ ধ্বংস করার হীনচেষ্টা চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় গত ২০১৪ সালের ৫ জানুয়ারিতে ১৫৪ জন অবৈধ ৈএমপি নিয়ে বর্তমান স্বৈরাচারী সংসদ চলছে, আর এই অবৈধ হাসিনাই কিনা দেশেরৈ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একের পর এক অপরাজনীতি  করে যাচ্ছ, আজ বিনা অপরাধে বিএনপি চেয়ারপার্সন 
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী শহীদ জিয়ার স্ত্রী দেশনেত্রী বেগম জিয়াকে কারাগারে নিয়েছে খুনি অবৈধ হাসিনা । 

এখন তৃণমলে হাহাকার করছে তবে নেতাদের সঠিক সিদ্ধান্তের উপরেই নির্ভর বিএনপির ভব্যিষত আমাদের সিদ্ধোন্তে পৌছাতে হবে আমার কি হাসিনার প্রভাবিত  আদালতের উপর ভরসা করে বসে থাকবো নাকি বিপ্লবের মাধ্যমে দেশনেত্রী, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ? 

- লেখক এম. বোরহান ‍ উদ্দিন রতন 

হাসিনা ও হাসিনা তুই অপরাধী রে

আমার ফ্রেন্ড লিস্টে এমন কোন শিল্পী বন্ধু আছেন কি ? যিনি গান করেন? বা গলা মোটামুটি সুন্দর ! থাকলে আওয়াজ দেন 

অপরাধী গানটির #হাসিনা_ভার্সন যদি কেউ গাইতে পারেন কথা দিচ্ছি আমি স্পন্সর করবো ? প্রয়োজনে পরিচয় গোপন রাখা হবে, কমেন্ট বা ইনবক্সে নক দিতে পারেন ।

গানের লিরিক্স :
একটা সময় তরে আমি বৈধ ভাবিতাম
গণতান্ত্রিক অধিকারে তোকে আগ্লায়া রাখতাম।।
তোর বহুরূপি ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম
ওরে দেশের মায়ায় যতন কইরা দিলাম তরে ঠাঁই
এখন তোর মনেতে জনগণের নাইরে জায়গা নাই 
ওরে দয়া কইরা এইদেশেতে পুষলাম স্বৈরাচারী রে
তুই যারে যা চলইয়া যারে অন্য অন্যদেশেতে
ও হাসিনারে হাসিনারে তুই অপরাধী রে..
আমার রক্তে গড়া স্বাধীনতা দে ফিরায়া দে
আমার নায্যদাবির সাথে খেলার অধিকার দিলো কে
স্বৈরাচারী তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।।

একটা সময় আমরা সবাই ভোট কেন্দ্রে যাইতাম
সবাই মিলে ভোট দিয়ে প্রার্থী বানাইতাম
ওরে রাইতের পর রাইত জাগিইয়া ভোটের ফলাফল দেখিতাম
আমার পছন্দের প্রার্থী তার খোঁজ লইতাম।।

এখন বিনাভোটে অটো এমপি হয় কেমনে রে
এতো ক্ষমা করার পরেও আমার কম কি ছিল রে?
দেশের সাধারণ জনগণে আজ কানে কানে কয়,
এই দেশেতে খুনি হাসিনা তবে আপন কারো নয়

স্বৈরাচারী ও স্বৈরাচারী তুই অপরাধী রে
আমার রক্তে গড়া স্বাধীনতা দে ফিরায়া দে
আমার ভোটাধিকারের সাথে খেলার অধিকার দিলো কে
হাসিনা তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।।

তোর নামের পাশে সবুজ বাতি আরতো জ্বলে না
এখন দেশ জুড়ে কেউতো আর তোকে চায় না
তোর বহুরূপি ছবি দেইখা কারো ঘুম আর ভাঙে না
কেউ আর চেতনার দোকানটাতে ও ভীর জমায় না।।
এখন তারার মতো জ্বলে নেভে কস্টগুলারে
আমি মজলুমের পক্ষ নিয়ে ভালোই আছি রে...

দেশের সাধারণ জনগণে আজ কানে কানে কয়,
এই দেশেতে হাসিনা তবে আপন কারো নয়
হাসিনা ও হাসিনা তুই অপরাধী রে
আমার রক্তে গড়া গণতন্ত্র দে ফিরায়া দে
আমার নায্য দাবির সাথে খেলার অধিকার দিলো কে
খুনি তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।।

- কপি পেস্ট নিষিদ্ধ
নতুন আঙ্গিকে লিরিক্স লেখক -
ব্লগার এম. বোরহান উদ্দিন রতন
জাতীয়তাবাদী ব্লগার ও সোস্যাল এক্টিভিস

দেশনেত্রীর মুক্তি চাই - Free Begum Khaleda Zia

March 25, 1971: The darkest night of our history

Ziaur Rahman  Ziaur Rahman   was a Bangladesh Forces Commander of BDF Sector 11  BDF Sector 1  initially, and from June as BDF co...