বিপ্লবই একমাত্র মুক্তির পথ
শহীদ জিয়া দেখিয়ে গিয়েছিল কিভাকে বিপ্লব করতে হয়, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই নিজ হাতে রাইফেল কাঁধে নিয়ে রানাঙ্গনে যুক্ত করে দেশ স্বাধীন করেছে, মহান নেতার বজ্র কন্ঠেই ধ্বনিত হলো গৌরবগাঁধা স্বাধীনতার ঘোষণা, তারপর তলাবিহীন ঝুড়ির মত কম্বলচোরের জাতিকে আলোর পথ দেখিছিয়েন কৃষি ও শিল্প বিপ্লবের মাধ্যমে, এবং প্রবাসে ১ম শ্রমিক পাঠন এই মহান নেতা, ১৯৭৫ মুজিবের বাকশাল গঠনের একদলীয় বাকশাল কায়েম হয় তারপর শেখ মুজিবের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটে সেখানে স্বপরিবারে নিহত হয় মুজিব তারপর জাতীয় চার নেতাকে বন্ধী করার পর দেশ নেতৃত্ব শূণ্য হয়ে পড়ে, সেখান থেকে ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরান মাটি ও মানুষের অবিসংবাদিত নেতা শহীদ জিয়া আজ তারেই হাতে গড়া দেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ দলকে বাকশাল কন্যা রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে শেষ ধ্বংস করার হীনচেষ্টা চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় গত ২০১৪ সালের ৫ জানুয়ারিতে ১৫৪ জন অবৈধ ৈএমপি নিয়ে বর্তমান স্বৈরাচারী সংসদ চলছে, আর এই অবৈধ হাসিনাই কিনা দেশেরৈ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একের পর এক অপরাজনীতি করে যাচ্ছ, আজ বিনা অপরাধে বিএনপি চেয়ারপার্সন
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী শহীদ জিয়ার স্ত্রী দেশনেত্রী বেগম জিয়াকে কারাগারে নিয়েছে খুনি অবৈধ হাসিনা ।
এখন তৃণমলে হাহাকার করছে তবে নেতাদের সঠিক সিদ্ধান্তের উপরেই নির্ভর বিএনপির ভব্যিষত আমাদের সিদ্ধোন্তে পৌছাতে হবে আমার কি হাসিনার প্রভাবিত আদালতের উপর ভরসা করে বসে থাকবো নাকি বিপ্লবের মাধ্যমে দেশনেত্রী, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ?
- লেখক এম. বোরহান উদ্দিন রতন
|
No comments:
Post a Comment