দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই

Tuesday, June 12, 2018

হাসিনা ও হাসিনা তুই অপরাধী রে

আমার ফ্রেন্ড লিস্টে এমন কোন শিল্পী বন্ধু আছেন কি ? যিনি গান করেন? বা গলা মোটামুটি সুন্দর ! থাকলে আওয়াজ দেন 

অপরাধী গানটির #হাসিনা_ভার্সন যদি কেউ গাইতে পারেন কথা দিচ্ছি আমি স্পন্সর করবো ? প্রয়োজনে পরিচয় গোপন রাখা হবে, কমেন্ট বা ইনবক্সে নক দিতে পারেন ।

গানের লিরিক্স :
একটা সময় তরে আমি বৈধ ভাবিতাম
গণতান্ত্রিক অধিকারে তোকে আগ্লায়া রাখতাম।।
তোর বহুরূপি ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম
ওরে দেশের মায়ায় যতন কইরা দিলাম তরে ঠাঁই
এখন তোর মনেতে জনগণের নাইরে জায়গা নাই 
ওরে দয়া কইরা এইদেশেতে পুষলাম স্বৈরাচারী রে
তুই যারে যা চলইয়া যারে অন্য অন্যদেশেতে
ও হাসিনারে হাসিনারে তুই অপরাধী রে..
আমার রক্তে গড়া স্বাধীনতা দে ফিরায়া দে
আমার নায্যদাবির সাথে খেলার অধিকার দিলো কে
স্বৈরাচারী তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।।

একটা সময় আমরা সবাই ভোট কেন্দ্রে যাইতাম
সবাই মিলে ভোট দিয়ে প্রার্থী বানাইতাম
ওরে রাইতের পর রাইত জাগিইয়া ভোটের ফলাফল দেখিতাম
আমার পছন্দের প্রার্থী তার খোঁজ লইতাম।।

এখন বিনাভোটে অটো এমপি হয় কেমনে রে
এতো ক্ষমা করার পরেও আমার কম কি ছিল রে?
দেশের সাধারণ জনগণে আজ কানে কানে কয়,
এই দেশেতে খুনি হাসিনা তবে আপন কারো নয়

স্বৈরাচারী ও স্বৈরাচারী তুই অপরাধী রে
আমার রক্তে গড়া স্বাধীনতা দে ফিরায়া দে
আমার ভোটাধিকারের সাথে খেলার অধিকার দিলো কে
হাসিনা তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।।

তোর নামের পাশে সবুজ বাতি আরতো জ্বলে না
এখন দেশ জুড়ে কেউতো আর তোকে চায় না
তোর বহুরূপি ছবি দেইখা কারো ঘুম আর ভাঙে না
কেউ আর চেতনার দোকানটাতে ও ভীর জমায় না।।
এখন তারার মতো জ্বলে নেভে কস্টগুলারে
আমি মজলুমের পক্ষ নিয়ে ভালোই আছি রে...

দেশের সাধারণ জনগণে আজ কানে কানে কয়,
এই দেশেতে হাসিনা তবে আপন কারো নয়
হাসিনা ও হাসিনা তুই অপরাধী রে
আমার রক্তে গড়া গণতন্ত্র দে ফিরায়া দে
আমার নায্য দাবির সাথে খেলার অধিকার দিলো কে
খুনি তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।।

- কপি পেস্ট নিষিদ্ধ
নতুন আঙ্গিকে লিরিক্স লেখক -
ব্লগার এম. বোরহান উদ্দিন রতন
জাতীয়তাবাদী ব্লগার ও সোস্যাল এক্টিভিস

No comments:

Post a Comment

দেশনেত্রীর মুক্তি চাই - Free Begum Khaleda Zia

March 25, 1971: The darkest night of our history

Ziaur Rahman  Ziaur Rahman   was a Bangladesh Forces Commander of BDF Sector 11  BDF Sector 1  initially, and from June as BDF co...