নষ্টরা ৪৭ বছর ধরে এই সমাজ, এই দেশকে নোংরা করেছিলো,
এতটাই নোংরা হয়েছে যে, পুরো সমাজের পঁচন ধরেছ সেই পঁচা গন্ধে ৫৬ হাজার বর্গ মাইলের মাটি দুষিত হয়েছে আর দাগ লেগেছে রক্তে কেনা প্রিয় পতাকায় ।
তখন সুশীলদের নাকে সমাজের পঁচা গন্ধ লাগেনি, আর ময়লার দাগও তারা চোখে দেখেনি।
এখন সোনার টুকরা আমাদের নবীন ছাত্রবন্ধুরা পঁচা গলা সমাজ ও রাষ্ট্র সংস্কারের যখন হাত দিয়েছে তখন তো একটু আধটুকু ময়লা তাদের শরীরে লাগবেই। এতে ভুল ধরার আছে কি কোন সুযোগ ?
এখন মার্জিত ও প্রমিত ভাষার প্রতি এতো উপচে পড়া দরদ আসলো কোথায় থেকে?
তারা নিজের মতো করে বিদ্রোহ করবে, সেখানে যে শব্দ মন চায় তা প্রয়োগ করবে, তুমি সুশীলের লজ্জা শরম বেশী হলে তাড়াতাড়ি লুকিয়ে পড়ো স্বৈরাচারীর অন্তর্বাসে ।
১৮ বছর বয়স হার মানে না, এই বয়স ব্যাকরণ মেনে চলে না, তারা মনের সুখে উড়বে ডানা মেলা পাখির মতো ঐ নীল দিগন্তে, আবার ঝাঁপ দিবে নদীতে, মন চাইলে তারা উঠবে হিমালয় জয় করতে, ওদের বাঁধা দেয়ার ইখতিয়ার কারো নেই, কেননা এই বয়স কোন বাঁধা মানার বয়স নয়।
তাই আমিও কবির কন্ঠে কণ্ঠ মিলিয়ে আজ বলছি-
এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়–
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।
- লেখক :
এম. বোরহান উদ্দিন রতন
ব্লগার, সামাজিক ও রাজনৈতিক কর্মী ।
No comments:
Post a Comment