দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই

Wednesday, November 21, 2018

হিরো আলম এমপি হবার নপথ্যে দেশের দূষিত রাজনীতি জড়িত

কলামটি লিখেছি তরুণ রাজনীতিবিদদের জন্য
(ব্লগে ভালো সাড়া পেয়েছি)

আমাদের তরুণরা ঠিকই প্রতিবাদ করতে জানে, তারা চায় সঠিক নেতৃত্ব ও নেতার গুণগত মান এবং মুক্ত চিন্তা এবং বাকস্বাধীনতা। ( তা গত ছাত্র আন্দোলনে প্রমাণিত)। 

স্বাধীনতার ৪৮ বছরেও আমরা তা দিতে পারিনি, ক্ষমতার লোভ, রাষ্ট্র ক্ষমতাকে পৈতৃক সম্পত্তি ভাবা, বিরোধীদলকে নিঃশেষ করে দেয়ার নোংরা মানসিকতা,  আর সমালোচনাকারীকে শত্রু ভাবার মাধ্যমে আমরা ক্রমশ বিপদগামী হচ্ছি...ও রাষ্ট্রকে পঙ্গু করে দিচ্ছি।

আজকে অযোগ্য অদক্ষ নেতৃত্বের কারণেই হিরো আলমের মতো মানুষ গুলোও সংসদ নির্বাচন করার দৃঢ়তা দেখায়।

আমি তাকে ছোট করছি না,  তবে বন্যেরা "বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে" এই কথায় বিশ্বাসী।

একজন এমপির কাজ কি?
কি কি করার থাকে তাও জানে না যে মানুষ
তার ক্ষমতার পরিধি বা কি কাজ করবে তাও জানে অথচ হুজুগে ভাবে নমিনেশন তুলেছে!

এ আমাদের লজ্জা জাতির লজ্জা,  ঠিক মতো বাংলা ভাষায় কথা বলতে ও লিখতে জানে না সে কিভাবে এমপি হবে? এটা কি নানা বাড়ির আপদার?

যে কেউ হুট করে ডাস্টবিন থেকে উঠে এসেও রাজনীতির "র" বুঝার আগেই দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে?

নেতৃত্ব কি এতো সহজ? নেতা কি এতো সহজ?

নেতা মানি কি?

রাজনীতিতো সবাই করে, নেতা ক'জনে হতে পারে?

নেতা তারাই যারা অন্যকে অনুকরণ,  অনুস্বরণ করেনা, নিজের কথায়, বার্তায়, চলা ফিরা, উঠা-বসায়,  কাজে সব জায়গায় অন্যদের থেকে আলাদা থাকে সেই ব্যক্তি হলো নেতা।

একটি সভ্য জাতির নেতা হিরু আলাম হবার আগে হে আল্লাহ তুমি আমাদের অন্ধ করে দাও,  এই আমাদের লজ্জা।

আজকের হিরো আলম তৈরির মূলহোতা নির্লজ্জ মিডিয়া গুলো। তারা তাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করেছে।

- লেখক এম. বোরহান উদ্দিন রতন

No comments:

Post a Comment

দেশনেত্রীর মুক্তি চাই - Free Begum Khaleda Zia

March 25, 1971: The darkest night of our history

Ziaur Rahman  Ziaur Rahman   was a Bangladesh Forces Commander of BDF Sector 11  BDF Sector 1  initially, and from June as BDF co...