খুব নিঃসঙ্গ লাগে
এম. বোরহান উদ্দিন রতন
------------------------------
এখন নিজেকে কেবলই একা মনে হয়,
খুব নিঃসঙ্গ লাগে,
যখন দেখি স্বপ্নেরা খর স্রোতা নদীর জলে চাদর বিছিয়ে হাঁটে,
জলের ছায়ায় এক টুকরো বোধ কচি কচি ঢেউ হয়ে উল্টো দিকে সাঁতরায় স্বপ্নের ক্যানভাসে,
যা শুনেছি বরফ গলা নদীর কিচ্ছা ...
সবি জমা করে রাখি মনের দোতলা ঘরে,
যা শিখেছি সবি ভুলোমনে উড়িয়ে দিয়েছি লাল সবুজের পাতায়,
পুড়ে পুড়ে খাঁটি হবো ভেবে মুখস্ত করেছি অতিথি পাখির পালকের গন্ধ...
শীতের রাতে কাটিয়েছি নিঃসঙ্গ রাতের মৌনতা ...
.খুব একা লাগে নিজেকে কেবলেই একা মনে হয় ।
সিআরবি মোড় থকে নিউ মার্কেট হয়ে একরাত
প্রেসক্লাবে রেখে আসা স্বপ্নগুলো ফ্রন্ট পেইজে ছাপা হয়ে যায় সকাল সন্ধ্যায়...
নিজেকে এখনো বুনতে শিখিনি বর্ণমালা ঘেরা পদ্যের ঢঙ্গে...
খুব নিঃসঙ্গ লাগে, একা একা হাঁটি...
নিজেকে কেবলেই একা মনে হয় ।