Sunday, August 27, 2017
Saturday, August 26, 2017
দান করার জন্য প্রয়োজন আল্লাহর ভয় ও মানবাতাবোধ
যাদের দান করার মানসিকতা আছে, তারা কুরবানী বাদ দিয়ে নয়
বরং কুরবানী হলো আল্লাহ কর্তৃক ফরজ, এটা আল্লহর হক, সেটি আদায় করার পরও তারা অসহায় গরীব দুঃখি ও বন্যা কবলিত মানুষের পাশে দাড়াবে। আর যারা জীবনে কখনো দান করেনি সম্পদের পাহাড় গড়েছে অবৈধ ও অসৎ পথে তাদের মুখেই কেবল নতুন দানশীল হবার গল্প শুনতে হয়।
আল্লাহর হুমুককে অশ্রদ্ধা ও না মানার স্পর্ধা কাউকে আল্লাহ রাব্বুল আলামীন দেন নাই, যে তোমরা কুরবানী না দিয়ে দান করো। কেননা এটা ফরজ করা হয়ছে তাদের তহফিক আছে তাদের উপর । আর দান করার জন্যও বলা আছে তবে সেটা কুরবানী বাদ দিয়ে নয় ।
নির্বাসিত গণতন্ত্র এবং আমাদের করণীয়:
স্বাধীন সার্বভৌম প্রিয় স্বদেশে আজ চেতনা ব্যাবসায়ী শকুনের কালো থাবায় ৫৬ হাজার বর্গমাইল লন্ডবন্ড !
এখানে নেই, বাকস্বাধীনতা, নেই আইনের সুশাসন, নেই, গণতন্ত্র, নেই মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার।
প্রতিনিয়ত বিনাভোটের অবৈধ মহাস্বৈরাচারী-বাকশালীদের বজ্র হুংকারে এখানে মানবতা পদদলিত । কোথায় শান্তি নেই, আজ দেশে কোন মানুষ নিরাপদে নেই, ঘর কিংবা ঘরের বাহিরে ভিন্নমতের গণততন্ত্রকামী মানুষগুলো আজ নির্যাতিত নিপিড়িত, প্রতিনিয়ত মিথ্যা মামলা, জেল, জুলুম, হয়রানী, খুন গুম ও ক্রস ফায়ারে নামে বিরোধী দলের নেতাকর্মীদের বিচারবহিভূত হত্যা করা হচ্ছে।
দেশীয় মিডিয়াকে ১৯৭৫ এর ন্যায় একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য কঠোর ভাবে নিয়ন্ত্রণ করছে। যখনি মিডিয়াতে তাদের অপর্কম প্রচার করছে , সেই মিডিয়াকে বন্ধ করছে ।
অবৈধ সরকারের দলীয় গুন্ডাবাহিনি দেশের সর্বত্র সন্ত্রাস লুটতরাজ, খুন চাঁদাবাজি, টেন্ডা্রবাজি, নারীবাজি করছে অথচ তাদের কোন বিচার হচ্ছে না। আইন আদালত প্রশাসন সব শুধু বিরোধীদের জন্য।
এই অবস্থায় আর কত ???
আসুন সবাই মিলে যার যার অবস্থান আরো একবার যুদ্ধ করি, এই যুদ্ধ কোন ভিনদেশীদের বিরুদ্ধে নয়, এটা অধিকার আদায়ের যুদ্ধ, এটি সুশাসন প্রতিষ্ঠার যুৃদ্ধ ।
দেশ নিয়ে ষড়যন্ত্র কারী অবৈধ বিনা ভোটের বাকশালীদের রুখে দিতে না পারলে তারা এই দেশকে পাকিস্তান -আফগান বানিয়ে ছাড়বে।
এই মহাস্বৈরাচারী হাচিনার বিরুদ্ধে আরেকবার গর্জে উঠুন সবাই। এটি কেবল বিএনপির একার দায়িত্ব নয়, বিএনপি নেতৃত্ব দিবে আপনারা সহযোগী হিসাবে আন্দোলন সংগ্রাম কে আরো বেগবান করবেন ।
আরেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে দেশ থেকে নিঃচিহ্ন করা সময়ের দাবি।
ধন্যবাদ সবাইকে :
- লেখক এম. বোরহান উদ্দিন রতন
চলবে।..............
Subscribe to:
Posts (Atom)
দেশনেত্রীর মুক্তি চাই - Free Begum Khaleda Zia
March 25, 1971: The darkest night of our history
Ziaur Rahman Ziaur Rahman was a Bangladesh Forces Commander of BDF Sector 11 BDF Sector 1 initially, and from June as BDF co...
